ঢাকাশুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছরে প্রথম নিপাহ ভাইরাসে খোকনের মৃত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৯, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদীতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম খোকন মালিথা (৫৭)। তিনি উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের মৃত রুস্তম আলী মালিথার চতুর্থ পুত্র এবং সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মালিথার ভাই।

 

 

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোকনের মৃত্যু হয়।

 

 

মৃত খোকনের চাচাত ভাই ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা বলেন, গত ৯ জানুয়ারি খোকন মালিথার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীতে নেওয়া হয়। সেখানেই নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি ধরা পড়লে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সে মৃত্যুবরণ করে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পতিরাজপুর নিজ বাড়ির পাশে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।