ঢাকাশুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জমকালো আয়োজনে এসএ টিভির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৯, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কাজী সাইফুল ইসলাম :: বরিশালে জমকালো আয়োজন ও কেক কাটার মধ্যদিয়ে এসএ টিভির ১২তম বছরে পদার্পন উপলক্ষে শুক্রবার (১৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডস্থ এসএ টিভির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় এসএ টিভির বরিশাল ব্যুরো প্রধান মুজিব ফয়সাল আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম এসএ টিভির সাফল্য কামনা করে স্বাগত বক্তব্য প্রদান করেন। এসএ টিভি বিগতদিনের মতো ভবিষ্যতেও দেশ ও জনগণের কথা বলবে, দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে তিনি এ প্রত্যয় ব্যক্ত করে উত্তোরাত্তোর সাফল্য কামনা করেন।

কেক কাটা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম
এসএ টিভির সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন। এসএ টিভি বিগতদিনের মতো ভবিষ্যতেও দেশ ও জনগণের কথা বলবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে তিনি এসএ টিভির সাফল্য কামনা করেন। এ সময় তিনি এসএ টিভির বরিশাল ব্যুরো প্রধান মুজিব ফয়সালকে শুভেচ্ছা জানান।

কেক কাটা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, দীপ্ত টেলিভিশনের ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল,১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সামজিদুল কবির বাবু, দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি বীর প্রতীক মহিউদ্দিন মানিক, প্রধান নির্বাহী সম্পাদক ডা. আমির ফয়সাল বিন মাহাবুব রাকিব, সহ- নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান শেখ, প্রধান বার্তা সম্পাদক এম জাহিদ,
বার্তা সম্পাদক মিজান পলাশ, যুগ্ম বার্তা সম্পাদক তানজিমুন রিশাদ, স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ, বিশেষ প্রতিনিধি লুৎফর কবির , সহ স্থানীয় সুশীল সমাজ ও এসএ টিভির শুভাকাঙ্খীগণ উপস্থিত থেকে এসএ টিভির সাফল্য কামনা করেন।