নিজস্ব প্রতিবেদক :: প্রায় ৩ মাস পর খুললো বরিশাল বিএনপির কার্যালয়
দীর্ঘ ৮৫ দিন বন্ধ থাকার পর দরজা খুলেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের। গত বছর ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২৬ অক্টোবর বন্ধ হয় কার্যালয়টি। এরপর থেকে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের কারণে কার্যালয়টি বন্ধ থাকে।
শুক্রবার (১৯ জানুয়ারি) জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভাকে কেন্দ্র করে কার্যালয়টি খোলা হয়।
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু বলেন, গত ২৬ অক্টোবরের পর থেকে বরিশালে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা দিয়েছে এই অবৈধ সরকার। এ মামলায় হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে। গ্রেফতার আতঙ্কে রয়েছেন নেতাকর্মীরা। তারপরও আমরা আন্দোলন থেকে পিছু হটিনি।
বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী আমাদের মাঠে দাঁড়াতে দিচ্ছে না। তারা বিএনপি কার্যালয়ের সামনে স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ি বানিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, কার্যালয় বন্ধ থাকলেও আমরা আন্দোলন সংগ্রামে মাঠে আছি এবং থাকবো। সরকারের পেটোয়া বাহিনী আমাদের দাবিয়ে রাখতে পারবে না। জনগণ অবৈধ সরকারের পাতানো নির্বাচনকে বর্জন করেছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের আন্দোলন সংগ্রাম পণ্ড করতে চায়, তা আর হবে না। আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
দীর্ঘদিন পর গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি মানববন্ধনের প্রস্ততি নিলে পুলিশ তা পণ্ড করে দেয়। পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ মিছিল নিয়ে সদর রোডে আসলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মাঠেই দাঁড়াতে পারেননি তারা। এরপর ১ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ নির্বাচন বয়কট করে আদালত বর্জনের কর্মসূচি পালন করেন।