ঢাকাশনিবার , ২৭ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৭, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ।

নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের নেতা বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক নিপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম ও জেলা বাসদ সদস্য বিজন সিকদার সহ অন্যান্যরা।

বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একই দাবিতে বাম গণতান্ত্রিক জোটের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।