ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই : নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা, চরমোনাই পীর

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী নির্যাতন ও শ্লীলতাহানির নিত্যনৈমিত্তিক ঘটনা শিক্ষাব্যবস্থাকে অনিরাপদ করে তুলেছে। এর জন্য দায়ী অবৈধ ক্ষমতার চর্চা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বরিশাল নগরীর বান্দরোড সাউদ কিং অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বরিশাল জেলার সভাপতি এইচ এম আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সালাহউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মুফতী সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সহ সম্পাদক মাওলানা কাওসারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মাদ ওসমান গনী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ, ইসলামী ছাত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি তানভীর আহমাদ শোভন, সরকারি বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ মহিউদ্দিন প্রমুখ।

সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন পীর চরমোনাই। নতুন কমিটিতে মো. সালাহউদ্দিনকে সভাপতি, মো. মাসুম বিল্লাহ সহসভাপতি এবং মো. ইবরাহীম ফয়সালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।