ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারীকে জেল-জরিমানা

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারীকে জেল-জরিমানা

বরিশালের উজিরপুরে আব্দুল রব সরদার (৪৮) নামের এক মাদক কারবারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম শোলক রব সরদারের বাড়িতে অভিযান পরিচালনা করে এই সাজা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইশমাম। উজিরপুর মডেল থানার পুলিশের একটি দল এতে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শোলক ইউনিয়নের পশ্চিম শোলক রব সরদারের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ৩ পিছ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রব সরদারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করা রব সরদার একজন গডফাদারে পরিণত হয়েছেন। এলাকার কিশোরদের ব্যবহার করে নানা পয়েন্টে ইয়াবা সাপ্লাই করে আসছিলেন।’’