নাজমুল হক মুন্না : বরিশালের উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজায়,
জেলা ডিবি অভিযান চালিয়ে ২ কেজি গাজা সহ আন্তঃজেলা ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে।
জেলা ডিবি সূত্রে জানা যায়, ৪ মার্চ সোমবার ভোর পাঁচ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই সুদেব হাওলাদারের নেতৃত্বে উজিরপুর মডেল থানা পুলিশসহ অভিযান চালিয়ে মাদকদ্রব্য বহন কারী বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়াগ্রামের মোস্তফা কাজীর পুত্র মোঃ মেহেদী হাসান( ৩০) ও তার সহযোগী মিলন রাঢ়ীকে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটককৃত দুইজন স্বীকার করে যে, তারা গাঁজা ক্রয়—বিক্রয়ের সাথে জড়িত।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, এ ঘটনার একটি মামলা আদায় করা হয়েছে মামলা নং০৫। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।