ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০২৪

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পিকআপ-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ১

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১০, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পিকআপ-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ১

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পিকআপ ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন বুধবার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস (৫৮) ওই উপজেলার পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা। তিনি বাজারে সবজি বিক্রি করতেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সবজি ব্যবসায়ী ইউনুস একটি মাহিন্দ্রারে (থ্রি-হুইলার) বরিশালের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল অতিক্রম করার সময় বাসা-বাড়ির মালামাল বোঝাই একটি পিকআপের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয় এবং আরও দু’জন আহত হন।
বিজ্ঞাপন

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।