নিজস্ব প্রতিবেদক :: ঢাকা থেকে হেলিকপ্টারে করে এসে ভোট দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান আজ বুধবার হেলিকপ্টারে করে পটুয়াখালীর কলাপাড়ায় এসে ভোট দিয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মূলত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতেই তিনি ঢাকা থেকে এসেছিলেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত এ–সংক্রান্ত চিঠি থেকে জানা গেছে, প্রতিমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে কলাপাড়ায় আসেন। প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা থেকে তাঁর স্ত্রী আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা আক্তারও আসেন বলে জানা গেছে।
প্রতিমন্ত্রীকে বহন করা হেলিকপ্টারটি উপজেলার ধুলাসার ইউনিয়নের আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠের হেলিপ্যাডে অবতরণ করেন। এখান থেকে তিনি ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। এ সময় প্রতিমন্ত্রীর স্ত্রীও ভোট প্রদান করেন।
প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি পরে বরিশাল থেকে উড়োজাহাজে ঢাকায় ফেরেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজকে প্রতিমন্ত্রী মহোদয়ের নির্বাচনী এলাকা কলাপাড়া উপজেলা পরিষদের নির্বাচন। প্রতিমন্ত্রী এসেছেন এবং ভোট দিয়ে চলে গেছেন।’