
নিজস্ব প্রতিবেদক :: মহানগর কলা পট্টি ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, রোমান শেক সভাপতি-সম্পাদক গিয়াস উদ্দিন বিপুল।
মহানগর কলা পট্টি ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৫ই ডিসেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে রোমান শেক এবং সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন এবং পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের তৎপরতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়।
বিজয়ী সভাপতি রোমান শেক তার প্রতিক্রিয়ায় বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং সংগঠনের ঐক্য বজায় রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেনঃ- সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করবেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সমিতির সিনিয়র সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মহানগর কলা পট্টি ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতি আরও উন্নতি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।


