![](https://ajkercrimetimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক :: বিমানবন্দর থানার রামপট্টিতে মা ও মেয়েকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ
বিমানবন্দর থানাধীন রামপট্টি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মা ও মেয়েকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত শনিবার রাত ৮ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার লিটন মুন্সির স্ত্রী হাসনা বেগম ও হাসনা বেগমের মেয়ে ইভা আক্তার।
বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের স্বজন লিটন মুন্সি জানান, দীর্ঘদিন ধরে লিটন মুন্সি ও তার পরিবারদের সাথে লিটনের বড় ভাই শামীমের পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন গত শনিবার রাত ৮ টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে লিটনের স্ত্রী হাসনা বেগমকে অমানুষিক নির্যাতন করে শামীম ও তাদের সহযোগী লিপি, আসমা, শাওমি সহ কয়েকজন। এমনকি তারা হাসিনার মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারে এবং কাপড়ের নেকড়া মুখের ভিতরে ঢুকে দেয়। যাতে কোন ধরনের চিৎকার করতে না পারে। তারা হাসনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের হাড় কাটা জখম ও করে। এ সময় হাসনা বেগমের মেয়ে ইভা আক্তার বাঁচাতে আসলে তাকেও নির্যাতন চালিয়ে মারধর করে তার হাত ভেঙ্গে দেয় শামীম সহ অন্যান্য সহযোগীরা।
এই ঘটনায় বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম জানান, অভিযোগ পেলে আইনানানুক ব্যবস্থা নেওয়া হবে।