ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নিসচার সনদ ও বর্ষসেরা সম্মাননা স্মারক পেয়েছে বরিশাল জেলা কমিটি

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৫, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি কর্তৃক বর্ষসেরা সড়ক যোদ্ধার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। সড়কে যানজট নিরসন,জনসচেতনতা বৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় বর্ষপূর্তি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারে ভূষিত হয়েছে বরিশাল জেলা কমিটির সদস্যরা।

আজ সোমবার (৫ জানুয়ারী) বিকেল ৪ টায় ঢাকার সেগুনবাগিচায় একটি কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।

সড়ক যোদ্ধাদের সনদ এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মিরাজুল মঈন জয়।এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: লিটন এরশাদ, মহাসচিব এসএম আজাদ হোসেনসহ অন্যান্যরা।

নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

এর আগে সকাল ১০টা থেকে শুরু হয় বাংলাদেশ প্রতিটি জেলা-উপজেলা থেকে আগত সড়ক যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা। সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষে সকলের মতামত গ্রহণ করাসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে কেন্দ্রীয় কমিটি।

এ বিষয় বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে সত্যিই ভালো লাগে। সারা বছর সড়কে শৃঙ্খলা রক্ষায় যে কাজগুলো করেছি তার ফলশ্রুতিতে আজকে পুরস্কার ও সম্মাননা পেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামীতেও এই ধারা অব্যাহত রেখে কাজ করতে পারি।