ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার, শিক্ষার্থী আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৫, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার, শিক্ষার্থী আটক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। ছবি: সংগৃহীত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী। তবে তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফজলে আজওয়াদ জাবি শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী এবং সংগঠনটির আহ্বায়ক সদস্য রাজু হাসান রাজনের অনুসারী। এছাড়া গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনে তিনি মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক জানান, অভিযানে ১৮ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষার্থী তাদের হলের এ ব্লকের একটি কক্ষে বরাদ্দপ্রাপ্ত ছিলেন। তবে কক্ষের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন না। এ বিষয়ে ছাত্রবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।