ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু 

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১২, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

বরিশালের বাবুগঞ্জে জমিতে মাছ ধরার জাল তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে মো: শহিদ হাওলাদার (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শহিদ লোহালিয়া গ্রামের ওমর আলী হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, শহিদ হাওলাদার বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি জলাসায় কারেন্ট জাল ফেলে আসেন। শুক্রবার ভোর ৬টার দিকে ওই জালটি ওঠাতে গেলে এক মুহুর্তে তাকে বিষধর সাপ দংশন করে। এরপর শহিদ জালসহ সাপটি বাড়িতে নিয়ে এলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বাড়ির পাশে ওজা ডেকে ঝাড়ফুক দিলে তার অবস্থা আরো অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু ঘোষণা করে।

কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর শরীরে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। সিনটম অনুযায়ী ধারণা করা হয় কোনো বিষধর সাপ তাকে দংশন করেছে। কালক্ষেপণ না করে যদি দ্রত হাসপাতালে নিয়ে আসতো তাহলে চিকিৎসা দেয়া সম্ভব হতো।

বিষয়টি নিশ্চিত করেছে ইউপি সদস্য মো: শাহিন হোসেন।