ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল নগরী : পুলিশের গাড়ি-বক্স ভাঙচুর

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৩, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল নগরী : পুলিশের গাড়ি-বক্স ভাঙচুর।

হামলা ও হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া সেখানে থাকা এক পুলিশ সদস্যের পোশাক খুলে ছিঁড়ে ফেলা হয়। শনিবার (৩ আগস্ট) দুপুরে নগরীর চৌমাথা এলাকায় ঘটে এ ঘটনা। অপরদিকে আন্দোলনকারী সেখানে থাকা ‘বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান মৃধা’ পুলিশ বক্স ভাঙচুর করেন।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত বরিশালের শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চৌমাথা বাজার এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা।

এর আগে বেলা ১১টা থেকে বিএম কলেজের মসজিদ গেটে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা স্লোগান দিয়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, এপিবিএনের একটি পিকআপ ভ্যান খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় আন্দোলনকারী গাড়িটি থামিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। পরে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে গিয়ে আশ্রয় নেন। এছাড়া সেখানে থাকা একজন পুলিশ সদস্যের পোশাক ছিঁড়ে ফেলেন তারা।