ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে শিক্ষার্থীদের উদ্যাগে পরিচ্ছন্নতা অভিযান

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৬, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পারভেজ বিশেষ প্রতিনিধি  :: সারাদেশে চলমান পরিস্থিতি থাকায় নগরীর সিটি কর্পোরেশন এর কর্মকর্তারা পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা বন্ধ রেখেছে।

এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ সর্বত্র ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এমন পরিস্থিতি দেখে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে।

তাদের নিজ উদ্যাগে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে হাতেম আলী চৌমাথা ও বটতলা পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন।

এতে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সরেজমিনে দেখা যায় কারও হাতে ঝাড়ু কারও হাতে বেলচা কারও হাতে পলিথিন। সবাই একযোগে পরিস্কার করছেন রাস্তায় পরে থাকা আবর্জনা, বোতল,ইটের খোয়া কিংবা বুলেটের খোসা।

সবার মধ্যে একটা আনন্দ ঘন মুহূর্ত কাজ করছে কারও মনে নেই কোন ঘৃনা কিংবা কস্টের ছাপ।উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করা শিক্ষার্থী রাসেল বলেন আমরা দেশ স্বাধীন করেছি নতুন ভাবে এবার আমাদের দায়িত্ব বরিশালকে পরিচ্ছন্ন রাখার। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা মিলে এই কার্যক্রম চালাচ্ছি।
সবার সম্মিলিত ভাবেই নগরীকে একটি বাসযোগ্য পরিবেশ দেয়া সম্ভব বলে মনে করি।