ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাবুগঞ্জে নারকেল ও তাল গাছের চারা বিতরণ

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাবুগঞ্জে নারকেল ও তাল গাছের চারা বিতরণ।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে ৭৭০টি নারকেল গাছের চারা ও তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ ( মঙ্গলবার  ১৬ সেপ্টেম্বর ) উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।

এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ফলদ বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।