নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে কলেজ ছাত্রকে কু*পি*য়ে আহত, ঘরবাড়ি ভা*ঙ*চু*র, লু*ট*পা*টের অভিযোগ
বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ড কাশীপুর এলাকায় কলেজ ছাত্রকে কুপিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে কাউন্সিলের ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তারা ঘর-বাড়ি ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়।
পরিবারের লোকজন আহত ছাত্র রিয়াদ হোসেনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রিয়াদ কাশিপুর তেতুলতলা এলাকার আব্দুল লতিফ সরদারের ছেলে ও বরিশাল হাতেম আলী কলেজ সমাজকর্ম বিভাগের অনার্স ও প্রথম বর্ষের ছাত্র।
আহতের বাবা আব্দুল লতিফ জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে আমাদের সাথে প্রতিবেশী বর্তমান কাউন্সিলর হুমায়ুন কবিরের ছোট ভাই শহীদ ডালি ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।
গত ৪ আগস্ট সরকার পতন হয়, আর এই সুযোগটাকে ডাল হিসাবে কাজে লাগিয়ে কাউন্সিলরের ভাই শহীদ, শহীদের ভাতিজা জীবন ঢালী, ইসমাইল, ভাগিনা রিমন, সহযোগী সুমন আসিফসহ ১৫ জন সহযোগী পরিকল্পিতভাবে কলেজ ছাত্র রিয়াদকে এলোপাথাারিভাবে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। রিয়াদের হাত-পা ভেঙে দেয়।
আরো জানা যায়, শহীদ ডালি বর্তমান সে নিজেকে বিএনপি নেতা দাবি করে, ছেলেকে কুপিয়ে তার বাবাকেও বিভিন্ন ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।
বর্তমানে রিয়াদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।