ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীনের মনোনয়নপত্র দাখিল

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা–এর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিরন, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদারসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে এক প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তার বিরুদ্ধে বিএনপি কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করবেন বলে তিনি আশাবাদী।
এছাড়াও একই দিন জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপস বরিশাল ৩ সংসদীয় আসনের মনোনয়নপত্র দাখিল করেন।