ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিএনপি নেতার মা*মলায় আ*সামি ৬ সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ গ্রে*প্তার ২

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১০, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিএনপি নেতার মা*মলায় আ*সামি ৬ সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ গ্রে*প্তার ২

 

বিএনপি নেতার মাছ ঘাটে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশালের হিজলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার গৌরব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন এবং আওয়ামী লীগের কর্মী দেলোয়ার হোসেন দেলু।

বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান, হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার থানায় মামলা দায়ের করেছেন। যে মামলার প্রধান আসামি হিজলা-গৌরব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন ও কর্মী দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০ লাখ টাকা চাঁদার দাবিতে মেঘনা নদীর তীরবর্তী হিজলা- গৌরব্দী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি নেতা আব্দুল গাফফার তালুকদারের ৯টি মাছ ঘাটে গত ২৪ জুলাই থেকে ২৮ জুলাই হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় দায়ের করা মামলায় নামধারী ১০০ ও অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে হিজলা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বিএনপি নেতার করা মামলায় তিনিসহ উপজেলার ৬ সাংবাদিককে আসামি করা হয়েছে।

তারা হলেন- মাই টিভির প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোহাম্মদ আলহাজ, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো. মিলন সর্দার, দৈনিক মানবজমিন প্রতিনিধি কাজী মহসিন, দৈনিক আজকের বার্তা প্রতিনিধি মো. হুমায়ুন নলী ও দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিনিধি মো. শাহে আলম।

এ বিষয়ে জানার জন্য মামলার বাদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদারকে একাধিকবার কল করা হলে তিনি কল রিসিভ করেননি।