ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে শিশু নির্যাতন মামলা : এ্যাডলিন বিশ্বাস আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :: বরিশালে শিশু নির্যাতনের অভিযোগে এ্যাডলিন বিশ্বাস নামের এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি খ্রীষ্টান ধর্মাবলম্বী বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, পোর্ট রোড এলাকার একটি হোটেলে কর্মরত ময়িয়ম নামের এক শ্রমিক নারীর কাছ থেকে একটি কন্যাশিশুকে দত্তক নেন এ্যাডলিন বিশ্বাস। শিশুটিকে নিজের মেয়ে পরিচয়ে লালন-পালন ও পড়াশোনার ব্যবস্থা করার কথা বলা হলেও পরবর্তীতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।

এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে মুসলিম নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্মান্তরের চেষ্টা করার অভিযোগও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরও অভিযোগ রয়েছে, তিনি বরিশাল শহরের সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করে নগদ অর্থ ও সম্পদ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে মামলার পরিধি আরও বাড়তে পারে।
এ বিষয়ে অভিযুক্তের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।