নিউজ ডেস্ক :: লেফট্যানেন্ট জেনারেল পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মাইনুর রহমান
পিরোজপুর জেলার কৃতি সন্তান ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান ১৪ই অক্টোবর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।
তাকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে। তার এই পদোন্নতিতে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আর্টডকের নতুন জিওসি মাইনুর রহমান চট্টগ্রামের আগে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে ২৪তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন পাওয়া এ কর্মকর্তা ২০২২ সালে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান।
তিনি জাতিসংঘ মিশনে ২০১০-১১ সালে ডি আর কঙ্গোতে একটি পদাতিক ব্যাটালিয়নের কন্টিনজেন্ট কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি মহামান্য রাষ্ট্রপতির উপ সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।
মেজর জেনারেল মো. মাইনুর রহমান ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের কার্লাইল শহরের এ মাস্টার্স ডিগ্রী লাভ করেন এবং অসামান্য কৃতিত্বের জন্য হিসাবে স্বীকৃতি লাভ করেন।পিরোজপুর জেলা শহরের শহীদ ফজলুল হক সড়কের (পাড়েরহাট সড়ক) ‘হাসিনা মঞ্জিলের’ মরহুমা হাসিনা আক্তার এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্কতা (ডিএসপি) মরহুম লুৎফর রহমান দম্পতির কনিষ্ঠ সন্তান মেজর জেনারেল মো. মাইনুর রহমান ব্যাক্তিগত ভাবে বিবাহিত এবং দুই সন্তানের জনক।