
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার কোতয়ালী থানার অন্তর্গত চরখানম ইউনিয়নের শালুকা গ্রামে স্কুলে যাওয়ার পথে মোঃ সায়েম গাজী (১৯) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
ঘটনাটি ঘটে গত ২ ফেব্রুয়ারি ২০২৫, রোববার, সকাল আনুমানিক ১১টার দিকে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ সায়েম ওই গ্রামের মোঃ ইলিয়াছ গাজী ও নাছিমা বেগম দম্পতির সন্তান। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সায়েম সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। অনেক সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজখবর নেওয়া হয়, আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করা হয়, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় তার পরনের পোশাক ও শারীরিক বর্ণনা
গায়ের রং: শ্যামলা
বয়স: ১৯ বছর
পোশাক: শার্ট ও প্যান্ট
উচ্চতা ও অন্যান্য: সাধারণ গড়ন, সুস্থ-সবল
সায়েমের বাবা-মা ও পরিবারের সদস্যরা ছেলেটির সন্ধান না পেয়ে গভীর উদ্বেগ ও শোকে ভেঙে পড়েছেন। তাঁরা স্থানীয় প্রশাসন ঘটনাটি অবহিত করেছেন এবং জনগণের সহায়তা কামনা করেছেন।
যোগাযোগ
যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ সায়েমের সন্ধান জানেন বা কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
মোঃ আরিফুর রহমান
গ্রাম: শালুকা, ডাক: চরখানম, থানা: কোতয়ালী, জেলা: বরিশাল
📱 ০১৯৮৬–২৪৭৯৫৯
📱 ০১৩৪১–২২২৬৫৫
📱 ০১৭১২–৪৩১৮৮৯
পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত সায়েমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।


