ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩

এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৭, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন (আউয়ার) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিমন হোসেন সরদার বিষপানে আত্মহত্যা করেছে। সে সম্প্রতি অনুষ্ঠিত বিদ্যালয়ের এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরমফিলাপ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় হতাশা থেকে রোববার সকালে বিষপান করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার দুপুরে লিমন মারা যায়। লিমন উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মধ্য আউয়ার গ্রামের মৃত আনোয়ার হোসেন সরদারের ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে ,এসএসসির টেস্ট পরীক্ষায় একটি বিষয় ছাড়া বাকী সব বিষয়ে ফেল করা নিয়ে মায়ের গালমন্দ,ফরম ফিলাপে স্কুল কর্তৃপক্ষের অস্বীকৃতি ও এ বিষয় নিয়ে সহপাঠি প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মনোঃকষ্টে লিমন আত্মহত্যা করে।

লিমনের প্রাথমিক স্কুল জীবনের প্রাইভেট শিক্ষক মুক্তা বেগম জানান, এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণে রাজি না হওয়া এবং এ বিষয় নিয়ে লিমনকে তার মা গালমন্দ করায় সে বিষপানে আত্মহত্যা করে। এ প্রসঙ্গে সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার জানান., এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের বিষয়ে সিন্ধান্ত নেওয়ার জন্য মঙ্গলবার ( ৭ নভেম্বর) বিকালে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল।

কিন্তু তার পূর্বেই লিমনের এভাবে মৃত্যু মেনে নেওয়া যায়না এবং খুবই বেদনাদায়ক। তবে তার আত্মহত্যার পিছনে অন্য একটি ঘটনা রয়েছে বলে তিনি জানতে পেরেছেন বলেও জানান। লিমনের বড় চাচা ওসমান গণি সরদার জানান ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের অনুমতি পেতে চেষ্টা চলছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী জানান, লিমনের আত্মহত্যার কারন উদঘাটনে তদন্ত করা হবে।