ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪

মেহেন্দিগঞ্জে গণমানুষের উপস্থিতিতে গণমত বিনিময় সভা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নে বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গণমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় আলিমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া স্কুল মাঠ প্রাঙ্গণ উক্ত গণমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বয়াতীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম ভূঁইয়া।
উল্লেখ্য যে,দলীয় নেতাকর্মীদের নিয়ে গণমত বিনিময় সভার আয়োজন থাকলেও দীর্ঘ ১৭ বছর পরে স্থানীয় বিএনপি আয়োজিত এই গণমত বিনিময় সভা মুহূর্তেই জনসভায় পরিণত হয়ে যায়। এলাকার বাসিন্দা হাজার হাজার নারী এবং পুরুষের উপস্থিতিতে জনসভা স্থল জনসমুদ্রে রূপান্তরিত হয়। এছাড়াও স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের একাধিক মিছিল ব্যান্ড পার্টি নিয়ে আনন্দ উল্লাস করতে করতে জনসভায় যোগ দেয়।
দলীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সাথে স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা ব্যাপী প্রত্যেকটি ইউনিয়নে গণমত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। ধারাবাহিকতায় আলিমাবাদ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন। দীপেন তার বক্তব্য উল্লেখ করেন, অতীতের ফ্যাসিবাদী সরকার তাদের জননিপীড়নমূলক কর্মকাণ্ডের কারণে দেশ তাকে বাধ্য হয়েছে। বিএনপি একটি জনকল্যাণমুখী দল, তাই দলীয় নেতাকর্মীদেরকে স্থানীয় জনসাধারণের আপদে বিপদে পাশে থাকার জন্য আহ্বান জানান দিপেন। আগামী সংসদ নির্বাচনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে দিপেন বলেন নিজেদের পাল্লা ভারী করতে কখনোই আওয়ামী লীগের কোন কর্মীকে দলে স্থান যেন না দেওয়া হয় – ইহা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হইবে বলেও জানান তিনি। গণ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহবায়ক সৈয়দ শামীম সিনিয়র যুগ্ন আহবায়ক মিল্টন চৌধুরী, ছাত্রদলের আহবায়ক শাহাদাত সোহাগ সর্দার, পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ ইউনিয়ন এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।