
নিজস্ব প্রতিবেদক :: রায়পুরায় ওয়ারিশ সম্পত্তি নিয়ে হামলা, বৃদ্ধা মা-ছেলেসহ তিনজন আহত।
নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ থানাকান্দি এলাকায় ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি দখলের বিরোধকে কেন্দ্র করে আবু বকর নামে এক ব্যক্তির পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবু বকর, তার বৃদ্ধা মা মনোয়ারা বেগম (৭০) ও স্ত্রী সোহেলা আক্তার (৩২) আহত হয়েছেন।
ভুক্তভোগী আবু বকর (৪৮), জাতীয় পরিচয়পত্র নং–৩৭৫৫৯৪৯৮১৯, রায়পুরা থানায় লিখিত অভিযোগে জানান, স্থানীয় শামীম (৫০), রবিন (২৮), হুমায়ুন (৫৬), আজমান (২৬), জুনায়েদ (২২) ও মেহের বানু (৪০)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দীর্ঘদিন ধরে তার ওয়ারিশ সম্পত্তি দখলের পাঁয়তারা করে আসছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২ অক্টোবর সকাল ৮টার দিকে অভিযুক্তরা বল্লম, দা, লোহার রড ও কাঠের ডেসা নিয়ে দলবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালাগাল করে এবং ঘরে প্রবেশ করে তার বৃদ্ধা মাকে মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীরা তার স্ত্রীর শ্লীলতাহানি ঘটায় এবং তাকে এলোপাতাড়ি পেটায়। বাধা দিতে গেলে আবু বকরকেও বল্লম ও লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
আবু বকর আরও জানান, ঘটনার পর থেকে বিবাদীরা অস্ত্র হাতে টহল দিচ্ছে এবং তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিনযাপন করছেন।
এ ঘটনায় রায়পুরা থানায় জিডি নং–৪৫, তারিখ: ০১/১০/২০২৫ সহ পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”