
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পিতার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়ের একার আত্মসাৎ, মাকে ভরনপোষন না দিয়ে ঘর থেকে নামিয়ে দেওয়া এবং ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ও সম্পত্তি থেকে বঞ্চিত মা ও ভাই-বোন পিতার সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জনিয়ে মানববন্ধন করেছেন। পাশাপশি অনশন করেছেন ভুক্তভোগী মাসহ ১২ সন্তান।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর পোর্ট রোড জামে সমজিদের বিপরীতে থাকা হোটেল মায়েরে দোয়ার সামনে মরহুম আদম আলী শিকদার এর পরিবার বর্গ ব্যানারে সন্তানরা এমানববন্ধন করেন।
এসময় স্বামীর সম্পদ থেকে বঞ্চিত নারী বলেন, আমার স্বামী মরহুম আদম আলী শিকদারের মৃত্যুর পর বড় ছেলে স্বামীর রেখে যাওয়া সকল সম্পাদক এটা আত্মসাত করেছেন। আমি এবং আমার সন্তানরা তাদের বাবার পাওয়া অংশ বুঝে নিতে গেলে তাদের সন্ত্রাসী দিয়ে মারধর করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে বছরের পর বছর ধরে।
অন্যদিকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া সন্তানরা বলেন, র্দীঘ বছর ধরে আমার সম্পাদ বড় ভাই আনিচ আমাদের না দিয়েই একাই আত্মসাত করে রেখেছেন। আমরা প্রশাসনের কাছে একটা দাবি জানাচ্ছি যে আমরা আমাদের বাবার সম্পতির অংশ বুঝে পেতে চাই। আমাদের অংশ আমরা বুঝে না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাবো না। প্রয়োজনে জীবন দিবো।