ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে ইউএনওর নেতৃত্বে খাল পরিস্কার

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডেঙ্গু প্রতিরোধে ইউএনওর নেতৃত্বে খাল পরিস্কার

 

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ বরিশালে ডেঙ্গু প্রতিরোধে ইউএনওর নেতৃত্বে খাল পরিস্কার শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা-বাসাইল খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা।

জানা গেছে, সম্প্রতি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররা ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ডেঙ্গু মশা সৃষ্টির উৎসস্থল সমুহকে বিনাশ করার উদ্যোগ গ্রহন করে। এ কাজ সফল করতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আব্দুল্লাহ খানের সহযোগীতা চান।

নির্বাহী কর্মকর্তা তাদের প্রস্তাবকে সানন্দে গ্রহন করে তাদের সাথে থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা-বাসাইল খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কারের কাজে নেমে পড়েন তারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ মুশফিকুর রহমান পারভেজ জানান, ছাত্র-ছাত্রীদের ৪০জনের একটি টীম নিয়ে তারা এ কাজ শুরু করেছেন। মাত্র ঘন্টা খানেকের মধ্যে তারা ডেঙ্গু উৎপাদনের উৎস্য স্থল হিসেবে চিহ্নিত ওই খালটির বেশ খানিকটা জায়গার কচুরিপনা ও ময়লা আবর্জনা তুলে পরিস্কার করেছেন। তাদের কাজ চলমান রয়েছে। তারা স্বেচ্ছা শ্রমের মাধমে খালটিকে পরিস্কার ও দুষনমুক্ত করতে চান।