ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১০, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বরিশাল জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে দিবসটি পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভা বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আইউব আলী হাওলাদার।

আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

দিবসটি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাধীনতার প্রতীক সাদাছড়ি এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানাতে পালিত হয়। এটি ১৯৬৪ সাল থেকে পালিত হয়ে আসছে।