ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪

রানীর হাটে প্রবাসীর বাড়ির রাস্তা দ*খল করে দোকান নির্মাণের অভিযোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: রানীর হাটে প্রবাসীর বাড়ির রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ।

বাকেরগঞ্জ উপজেলার চরাদীতে প্রবাসীর বাড়ির রাস্তা দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে আ’লীগ পন্থী বনি আমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ২৬ অক্টোবর শনিবার রাতের আঁধারে চরাদি ইউনিয়নের রানীর হাট বাজারে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পের কর্মকর্তারা বিষয়টি অমানবিক বলে বিবাদীদেরকে সাবধান করে দেন। এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী মিন্টু হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগে বিবাদী করা হয়, বনি আমিন ও তার দুই ছেলে ছেলে মাইনুল রেজাউলকে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিন্টু হাওলদারের বসতবাড়ির রাস্তা দখলের উদ্দেশ্যে গত শনিবার রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী দিয়ে পাকা দোকান ঘরের নির্মাণ কাজ শুরু করে প্রতিপক্ষ আ’লীগ নেতা বনি আমিন ও তার দুই ছেলে মাইনুল ও রেজাউল সহ অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
সকালবেলা প্রবাসী মিন্টু বাসা থেকে বের হয়ে রাস্তায় ওঠার সময় পথের মধ্যে পাকা ইট নির্মাণ দেখে তাৎক্ষণিক প্রশাসন ও সেনাবাহিনীকে খবর দেন।
বিষয়টি সেনাবাহিনী অভিযোগ গ্রহণ করে বিবাদীদেরকে তাদের অনৈতিক কর্মকান্ড থেকে সরে যেতে বলে। পাশাপাশি উভয় পক্ষের কাগজপত্র নিয়ে সাত দিনের মধ্যে তাদের কাছে হস্তান্তর করার জন্য বলা হয়।
কিন্তু বিবাদী মাইনুল ও রেজাউল রাস্তার পথ দখল করতে উল্টো প্রবাসী মিন্টুকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণ নাশের হুমকি দেয়
অন্যদিকে বিবাদী রেজাউল জানান, এই জায়গা আমাদের বাপ দাদাদের ওয়ারিশ সম্পত্তি। আমাদের জায়গা আমরা দোকান ঘর নির্মাণের কাজ শুরু করি। কিন্তু অদৃশ্যভাবে বিবাদী নির্মাণ ভেঙ্গে ফেলে। এখানে ইউপি সদস্য গিয়াস উদ্দিন প্রবাসী মিন্টু হাওলাদারের মদদ দিচ্ছে।

 

অপরদিকে ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, এই জায়গা আমার, দখল করলে আমি করব, কিন্তু এই পথ দিয়ে প্রবাসীরা চলাফেরা করে। এটা বাড়ির রাস্তা হিসেবে ব্যবহার করছে। এখানে কারো কোন পথ বন্ধ করার সুযোগ নেই।
মাইনুল ও রেজাউল প্রবাসীর পথ বন্ধ করে পাকা দোকান নির্মাণ করে অন্যায় করেছে।