ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪

সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিথিলার পাশে বরিশালের ডিসি

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৭, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিথিলার পাশে বরিশালের ডিসি।

‘স্যার আমার মেয়ে মিথিলা সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। ওর লেখাপড়ার জন্য কিছু একটা করুন’। বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. দেলোয়ার হোসেন সম্প্রতি কারাগার পরিদর্শনে গিয়েছিলেন। তখন একটি মামলায় কারান্তরীণ মিথিলার মা কণা বেগম কান্নাজড়িত কণ্ঠে ডিসির কাছে অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ জানিয়েছেন, জেলা প্রশাসকের নির্দেশে তিনি মিথিলার খোঁজখবর নেওয়ার জন্য তার স্কুলে ছুটে যান। তার পড়াশোনা নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেন।

পরবর্তীতে আজ সকালে মিথিলার সাথে জেলা প্রশাসক কথা বলেন। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে মিথিলার পড়াশোনা সহায়তার জন্য জেলা প্রশাসক নগদ পাঁচ হাজার টাকা তুলে দিয়েছেন।

সূত্রমতে, নগরীর কাঠপট্টি রোড এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী কণা বেগম একটি মামলায় কারান্তরীণ হয়। এরপর রফিকুল ইসলাম তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়ে মিথিলা ইসলাম সুমাইয়াকে ফেলে রেখে ঢাকায় গিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে বাবা ও মায়ের স্নেহ বঞ্চিত মিথিলা ইসলাম সুমাইয়া তার খালার কাছে থেকে পড়াশোনা করছে