ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪

কাজী কামাল গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৬, ২০২৪ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর শ্যালক কাজী মফিজুল ইসলাম কামালকে তিন মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে নগরীর কাউনিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর তিন মামলায় গ্রেফতার দেখিয়ে কামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

এই বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেফতার কাজী মফিজুল ইসলাম কামাল (৭০) বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা মৃত কাজী মোখলেচুর রহমানের ছেলে। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান- বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির শোক র‌্যালিতে হামলাসহ তিনটি মামলার আসামি কাজী কামাল। তিন মামলার আসামি হিসেবে রোববার বিকেল ৩টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল কাউনিয়া প্রধান সড়কে তার বাসায় অভিযান চালায়। তখন ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।