ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: গতকাল বুধবার সকালে বরিশালের কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক এ কে এম শাহাবুদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন টিটিসির অধ্যক্ষ গোলাম কবির, মহিলা টিটিসির অধ্যক্ষ ইমরান আহম্মেদ,প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল ইসলাম, ওয়েলফেয়ার এর সহকারি পরিচালক আতিকুর রহমান। বক্তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দেশ এখন স্বাধীন। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। স্বাধীনভাবে কথা বলতে পারে। এই সংগঠনের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হবে।