
কে এম সফিকুল আলম জুয়েল, বানারীপাড়া ::
বরিশালের বানারীপাড়ায় ওয়ালটন আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় উপজেলার আউয়ার নিউ স্পোর্টস ক্লাব ১-০ গোলে বানারীপাড়া ব্রাদার্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মেসার্স আশিক এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো.আশিকুল ইসলাম আজাদের (সিআইপি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.বায়েজিদুর রহমান, বরণ্যে অতিথি ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্র নায়ক আমিন খান, বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম ও এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক। এছাড়াও অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা,সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, পৌর জামায়াতের আমির মো. কাওছার হোসেন,পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মো. জালিস মৃধা প্রমুখ।
বানারীপাড়ার সাবেক পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ মনু ও কৃতি ফুটবল খেলোয়াড় ও টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম সদস্য কে এম শফিকুল আলম জুয়েল অনুষ্ঠানে সঞ্চালনা করেন। খেলায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় শাওন একমাত্র গোলটি করেন। খেলা উপভোগ শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারর্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন আউ য়ার নিউ স্পোর্টস ক্লাবের শাওন ও সর্বোচ্চ গোলদাতা হন বানারী পাড়া ব্রাদার্স একাদশের সুজন কুন্ডু। খেলায় উপচে পড়া দর্শক ছিলো।


