ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে বাজার মনিটরিং এ জেলা প্রশাসক, মোহাম্মদ দেলোয়ার হোসেন

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ২২ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে, নগরীর বাজার রোড এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বাজার অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় তিনি ক্রেতা ও বিক্রেতাদের সাথে বাজারের বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সয়াবিন তেলের বাজার সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সহকারী কমিশনার মোঃ রবিউল হাসান ভূঁইয়া, মোঃ আবু জাফর মজুমদার। ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিক্রেতাদের সতর্ক করা এবং পাশাপাশি ক্রেতাদের সামনে আইনের বিষয়গুলো তুলে ধরা হয়।