ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে চু..রি হওয়া ট্রাকসহ গ্রেফতার, ২

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চুরি হওয়া ট্রাকসহ দুই যুবককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার রাতে ঢাকার গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

গ্রেফতার নাজমুল হাসান (২৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাসিন্দা আউয়ালের ছেলে এবং শরীফ হাওলাদার (২১) একই এলাকার হুমায়ূন কবিরের ছেলে।

পুলিশ জানায়- গত ১৫ ডিসেম্বর রাতে বরিশাল নগরীর কাশিপুর ট্রাকস্ট্যান্ডে ট্রাকটি রেখে চালক শামিম শাহ বাসায় ঘুমাতে যান। পরের দিন তিনি টার্মিনালে গিয়ে ট্রাকটি দেখতে না পেয়ে পুলিশকে জানান। পরে ভুক্তভোগী ট্রাক চালক শামিম শাহ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় চুরি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া যুবকরা চোরাই দলের সক্রিয় সদস্য। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।