ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মা*দ*কসহ গ্রে*প্তার

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৫, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আবিদ হাসান মাদকদ্রব্য (গাঁজা)সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। জানা যায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম নির্বহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময়ে সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করে। তল্লাশিতে তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ মাদক (গাঁজা) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক (গাঁজা) বহনের বিষয়টি স্বীকার করেছেন। বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করে দোষ স্বীকারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে তাকে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন।

প্রসঙ্গত, আবিদ হাসান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ববি শাখার নেতা ও স্থানীয় যুবলীগ নেতা অসীম দেওয়ানের অনুসারী ছিলেন। ববি ক্যাম্পাসে ও বরিশাল শহরে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।

আওয়ামী শাসনামলে ববি ক্যাম্পাসে মাদক বাণিজ্য, চাঁদাবাজি, জমি দখল সহ নানা বেআইনি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন আবিদ হাসান। ববি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে ২৯ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ আন্দোলনকারীদের ওপর যে সশস্ত্র হামলা হয় তার নেতৃত্ব দেয় এই আবিদ হাসান।

এছাড়া আন্দোলন চলাকালীন সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্ন সময়ে হামলা করে আন্দোলন ভণ্ডুল করার চেষ্টা করেছিলেন তিনি। বর্তমানে তিনি বরিশাল জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করছেন।