
নিজস্ব প্রতিবেদক :: কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি হত্যা মামলায় আসামি হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার (এসপি) ও বরিশাল নগর পুলিশের সাবেক ডিসি এস এম তানভীর আরাফাত।
আজ বৃহস্পতিবার সকালে তিনি কুষ্টিয়া আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বেলা পৌনে দুইটার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান এ তথ্য দেন। বর্তমানে উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত। তাঁর গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে।


