ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ও সদস্য সচিব জিয়াউদ্দিনকে শো*কজ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৪, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: কেন্দ্রের নির্দেশনা অমান্য করে নেতাকর্মীদের নিয়ে শোডাউন দেয়ায় শোকজ করা হয়েছে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশ আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে মহানগর বিএনপির দুই নেতার কাছে পৌঁছেছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরে তাদের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। তারা বলেছেন, নোটিশ পেয়েছি। আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমরা নাকি বরিশাল বিমানবন্দর থেকে শোডাউন করে সদর রোড দলীয় কার্যালয়ে গিয়েছি।

তারা বলেন, আমরা কোনো শোডাউন করিনি। আমাদের আশার খবরে নেতাকর্মীরা সেখানে ভিড় করেছিল। তারপরও কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে যথাসময়ে শোকজের জবাব দেব।

 

এরআগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে গত ১১ জানুয়ারি দুপুরের দিকে বরিশালে ফেরেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর গড়িয়ারপর থেকে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে পর্যন্ত বিশাল শোডাউন করেন তারা।

দুই নেতাকে বহনকারী সাদা এবং কালো রঙের দুটি মাইক্রোবাসের পেছনে ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অসংখ্য মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন। এর ফলে নগরীর ব্যস্ততম নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, সিএন্ডবি রোড, চৌমাথা, বটতলা এবং সদর রোড পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শোডাউন শেষে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।

এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ‍এরপর দিন প্রকাশিত সংবাদ ভিত্তিহীন দাবি করে দলীয় প্যাড ব্যবহার করে প্রতিবাদ বিবৃতি দেন আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। এর একদিন পর ১৩ জানুয়ারি নির্দেশনা ভেঙে শোডাউন করায় কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে।