ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নি.খোঁ.জের তিন দিন পরে মিলল এসএসসি পরীক্ষার্থীর লা.শ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাবুগঞ্জে তিনদিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী ছাত্রের লাশ একটি বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার জানিয়েছেন।

নিহত রাব্বি হাওলাদার (১৮) ওই গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে। রাব্বি উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। ওসি জাকির জানান, রোববার রাত ১টার দিকে রাব্বি হাওলাদার বাসা থেকে বের হয়। রাত ২টার দিকে তার বড় ভাই মোবাইলে কল করলে রাব্বি পরে আসবে জানিয়ে ভাইকে ঘুমিয়ে পড়তে বলে। এরপর থেকে রাব্বির কোনো খোঁজ ছিল না।

এ ঘটনায় মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবারের সদস্যরা। এর মধ্যে পুলিশ তদন্ত ও গোপন সূত্রে রাব্বির বাড়ির পাশের গোডাউন এলাকার বাগানের মধ্যে তার লাশ থাকার খবর পায়। পরে বুধবার ভোরে সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ওসি বলেন, রাব্বির মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর মঙ্গলবার রাতে তার লাশ বাগানে ফেলে রাখা হয়। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।