ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল মহানগরসহ ৬ জেলার কমিটির পুনর্গঠনের লক্ষে বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি গঠন

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৩, ২০২৫ ২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগর , উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি পুনর্গঠনের লক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। আর এর দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৭ সদস্যকে। বরিশাল মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক করা হয়েছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন কে। এছাড়া বরিশাল জেলা দক্ষিণের আহবায়ক হায়দার আলী লেলিন, জেলা উত্তরে মো. দুলাল হোসেন, ভোলা জেলায় আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, পিরোজপুর ও বরগুনায় কাজী রওনাকুল ইসলাম টিপু এবং ঝালকাঠীতে হায়দার আলী লেলিনকে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক করা হয়েছে। বুধবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়েছে।