
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও মেধা উত্তরণ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন শরীফ, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, সাধারণ সম্পাদক বদরুজ্জামান চঞ্চল।আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ বিএনপি’র বিভিন্ন নেতা কর্মীরা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস।


