
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়ায় তিন দিন ধরে রহস্যজনক নিখেোঁজ কলেজ ছাত্র বুদ্ধিপ্রতিবন্ধী সাজ্জাদ হোসেনের (১৮) খোঁজ মেলেনি তিন দিনেও। নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি ভাইরাল হয়েছে। এদিকে ফেইসবুকে ভাইরাল সাজ্জাদের বাবার মোবাইল নম্বরে ফোন করে একটি প্রতারক চক্র সাজ্জাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতারণা করে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা নিয়ে গেছে।
উল্লেখ্য: গত বুধবার (২২ জানুয়ারি) সাজ্জাদ হোসেন কলেজ থেকে আর বাসায় ফেরেনি। সাজ্জাদ হোসেন বানারীপাড়া কলেজ থেকে মানবিক বিভাগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী। সে পৌর শহরের ৯নং ওয়ার্ডের (কলেজ মোড়) বাসিন্দা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঔষধ ব্যবসায়ী সালাম বেপারীর একমাত্র ছেলে।
এ ব্যাপারে সাজ্জাদের বাবা সালাম বেপারী বাদী হয়ে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা জানান, কলেজ ছাত্র সাজ্জাদকে খুঁজে পেতে কাজ করছে পুলিশ। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে সাজ্জাদের বাবা-মা পাগল প্রায়। তারা তাদের ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।


