নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন : রুহুল আমীন সভাপতি, সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
বরিশাল জেলা সিভিল সার্জন অফিসের গাড়িচালক মোঃ রুহুল আমীনকে সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাড়িচালক মোঃ নজরুল ইসলাম বিপ্লবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আজ শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫ ইং তারিখ সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন বাংলাদেশ বিভাগীয় স্বাস্থ্য সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ।
সকাল ১০টায় সাবেক সভাপতি মোঃ মহসিন’র সভাপতিত্বে বরিশালের বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কনফারেন্স রুমে নতুন কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিভাগীয় স্বাস্থ্য সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহীদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিভাগীয় স্বাস্থ্য সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ।
সভায় বরিশাল বিভাগের সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের গাড়িচালক ছাড়ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ইউসুফ ও মোঃ জাকির হোসেন, সহ সধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী ও মোঃ সেকান্দার আলী কোষাদক্ষ্য মোঃ কিবরিয়া, দপ্তর সম্পাদক মোঃ দরবেশ আলী উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, মোঃ হুমায়ুন কবির, মোঃ একরামুল গাজী ও মোঃ নজরুল ইসলাম বিপ্লব প্রমুখ।
সভা শেষে উপস্থিত গাড়ীচালকদের সন্মতিতে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করা হয়।
ক্যাপসনঃ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন ও সাধারণ সভায় উপস্থিত অতিথিবৃন্দ