
বাকেরগঞ্জ প্রতিনিধি :: বরিশাল জেলা আইডিবির প্রবীন সদস্য প্রকৌশলি ফজলুল হক সভাপতিত্বে
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বরিশাল জেলা শাখার অন্তর্বর্তীকালীন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা আজ বরিশাল জেলা আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইডিবির প্রবীন সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আলম ফরিদ, প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম স্বপন,প্রকৌশলী আব্দুল মালেক, প্রকৌশলী আবুল বাসার। তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং দিক নির্দেশ মুলক বক্তব্য রাখেন।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
বরিশাল জেলা শাখার অন্তর্বর্তীকালীন নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. মাহফুজুল আলম মিঠু বলেন, “নবগঠিত কমিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবে এবং বরিশাল অঞ্চলের প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নবগঠিত কমিটির যুগ্ন সদস্য সচিব প্রকৌশলী সাকিল রেজার সঞ্চালনা আরো বক্তাব্য রাখেন নবগঠিত কমিটির সদস্য সচিব শাহীন মিয়া,প্রকৌশলী মজিবর রহমান,প্রকৌশলী আমির হোসেন আজম প্রমুখ।
নবগঠিত কমিটির সদস্যদের নাম ও পদবী নিচে তুলে ধরা হল :
প্রকৌ: মোঃ মাহফুজুল আলম মিঠু – আহ্বায়ক
প্রকৌ: মোঃ মজিবর রহমান – যুগ্ম আহ্বায়ক
প্রকৌ: কাজী সাঈদ মনু – যুগ্ম আহ্বায়ক
প্রকৌ: মোঃ শাহীন মিয়া – সদস্য সচিব
প্রকৌ: মোঃ রেজাউল করিম (সাকিল রেজা) – যুগ্ম সদস্য সচিব
প্রকৌ: মোঃ জহিরুল ইসলাম – সদস্য (অর্থ)
প্রকৌ: আমির হোসেন আজম – সদস্য (সাংগঠনিক)
প্রকৌ: মোঃ রেজাউল কবির – সদস্য (সহ-সাংগঠনিক)
প্রকৌ: নুরুল হুদা সিদ্দিকী – সদস্য (চাকুরি)
প্রকৌ: মোঃ শহিদুল ইসলাম – সদস্য (গ্রন্থাগার ও দপ্তর)প্রকৌ: রবিউল ইসলাম তানিম – সদস্য (জনসংযোগ ও প্রচার)
প্রকৌ: মোঃ হেলাল উদ্দিন – সদস্য (সহ-জনসংযোগ ও প্রচার)
প্রকৌ: মাহমুদ হোসেন – সদস্য (সাহিত্য, সাংস্কৃতি ও প্রকাশনা)প্রকৌ: মোঃ গোলাম মোশেদ – সদস্য (সমাজকল্যাণ)
প্রকৌ: জাকারিয়া – সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি)
প্রকৌ: মাহমুদুর রহমান লিটন – সদস্য (তথ্য ও গবেষণা)
প্রকৌ: সাদিয়া সুলতানা জেবা – সদস্য (মহিলা ও পরিবার কল্যাণ)
প্রকৌ: মোঃ আব্দুল্লাহ আল মামুন – সদস্য (শিক্ষা ও প্রশিক্ষণ) প্রকৌ:এনামুল হাসান তাসনিম – সদস্য (ছাত্র বিষয়ক)
সভায় বক্তারা বরিশাল আঞ্চলের সংগঠনের কার্যক্রম আরওগতিশীল করার ওপর জোর দেন।


