ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫

বরিশালে বিএডিসির প্রকল্পের লাখ লাখ টাকার পাইপ চু.রি করে ব্লক সুপারভাইজার, হাফিজ সরদার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২৭, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি (সেচ) প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলী বিশ্বজিৎ সিকদার এর যোগসাজসে বিএডিসির প্রকল্পের লাখ লাখ টাকার সেচ পাইপ চুরি করে নিয়ে গেছে ব্লক সুপারভাইজার হাফিজ সরদার। বিষয়টিতে অফিস কর্তৃপক্ষের নেই কোন তদারকি।

সরেজমিনে জানা গেছে, বরিশাল বিমান বন্দর থানার অর্ন্তভূক্ত মাধবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড লাফাদি গ্রামে কৃষি জমিতে বিএডিসি (সেচ) প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পটির কার্যক্রমন নিয়ে স্থানীয়দের মাঝে সমালেচনার সৃষ্টি হয়েছে। উপরে সেচের কল রয়েছে কিন্তু মাটির নিচের অনেক স্থানে সেচ পাইপ নেই। আবার অনেক জায়গায় পাইপ নেই কিন্তু কল বসানো হয়েছে। ১২০০ মিটার প্রকল্পের সরকারি ব্যয় ১৫ লক্ষ টাকার হলে ও সে টাকার কাজের মান ও সঠিক নিয়মে কাজ হচ্ছে না।

স্থানীয় কয়েক বাসিন্দার অভিযোগ প্রকল্প দায়িত্বরত ব্লক সুপারভাইজার হাফিজ ও বিএডিসি প্রকৌশলী বিশ্বজিৎ এর যোগসাজসে চুরি হয়েছে এ সব পাইব। সেচ প্রকল্পের ১০” ইঞ্চি ২০ ফুটি পাইপ যা মাটির ভিতর না দিয়ে ব্লক সুপারভাইজার হাফিজের ভাই আনোয়ার সরদার পরিত্যাক্ত পুকুরে লুকিয়ে রেখেছে । সুত্রটি আরো জানায়, স্থানীয় কিছু ব্যক্তি সহ গ্রাম পুলিশ শামিমের সহযোগিতায় ২৫ জানুয়ারী বিকেলে ওই পরিত্যাক্ত পুকুর থেকে ১০” ইঞ্চি ২০ ফুটি ৪ টি পাইপ উদ্ধার হয়। একইভাবে মাধবপশা বাজার সংলগ্ন এজাজু হক বেপারীর বাড়ীতে ১০” ইঞ্চি ২০ ফুটি ৮টি পাইপ উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা মোট ১২ টি সেচ পাইপ মাধবপাশা বাজার সংলগ্ন মসজিদ মাঠে রাখেন। বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বরিশাল বিমান বন্দর থানা পুলিশ এস আই পিন্টু পাল।

বরিশাল কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি কার্যালয় প্রকল্প দায়িত্বরত প্রকৌশলী বিশ্বজিৎ বলেন, আমি সব সময় ব্লক তাদারকি করে ছিলাম। এমনটি হওয়ার কোন কথা না। সব সময় প্রজেক্ট গিয়ে দেখাশুনা করি কোন আনিয়ম হবার সুযোগ নেই। প্রজেক্টের সকল তথ্য জানতে চাইলে তথ্য দিতে অনীহা প্রকাশ করেন।

তথ্য না দেয়ার বিষয়টি প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী সৈয়দ ওয়াহিদ মুরাদ কে মুঠোফোনে জানালে পরে তথ্য দিতে রাজি হয় সহকারী প্রকৌশলী এস এম আতাই রাব্বি।

সৈয়দ ওয়াহিদ মুরাদ আরো বলেন, কোন প্রকার ও অনিয়ম ও দুর্নীতি কার কোন সুযোগ নেই।তবে যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হবে।