ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫

বরিশালে খাল দখল করে অ.বৈ.ধ স্থা.পনা নির্মাণ

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে খাল দখল করে অ.বৈ.ধ স্থা.পনা নির্মাণ।

বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরে চলছে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব। প্রভাবশালীদের হাতে জিম্মি হয়ে পড়েছে মেহেন্দিগঞ্জ পৌর কর্তৃপক্ষ। আওয়ামী লীগ সরকার আমলে যা চলছে এখনো সেই ধারা অব্যাহত আছে। একের পর এক সরকারি খাল দখল করে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর মসজিদ সংলগ্ন খাল ভরাট করে ঘর নির্মাণ করেছেন এলাকার প্রভাবশালী প্রবাসী মজিদ খান। স্থানীয়রা জানান, পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মজিদ খান গত কয়েকদিন ধরে সরকারি খালে মাটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ করছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম মশিউর রহমানের নির্দেশে শুক্রবার মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রকৌশলী ও কার্য সহকারী তদন্তে যান ঘটনাস্থলে। এসময় স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন প্রকৌশলী। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মজিদ খান। তিনি পৌরসভার কার্য সহকারী মিজানুর রহমান কে দেখে নেওয়ার হুমকী দেন। এ ব্যাপারে পৌর প্রশাসক বলেন, আমার নির্দেশেই কার্য সহকারী মিজান ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দেন। এ ব্যাপারে আব্দুল মজিদ বলেন, আমি একটি মক্তব নির্মাণ করতে চেয়েছি, খাল দখল করিনি।