
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে পাঁচজন পেলেন শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা।
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। অদম্য নারী পুরস্কার-২০২৪ শীর্ষক কর্মসূচীর আওতায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।
প্রধান অতিথি বলেন, ‘সমাজ উন্নয়নের সাথে দেশের উন্নয়ন জড়িত। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব হবে না। ইচ্ছে শক্তির অভাব ও সামাজিক প্রতিবন্ধকতা নারীদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। এ সময় তিনি প্রবল ইচ্ছে শক্তিতে বলীয়ান হয়ে সকল প্রতিবন্ধকতা জয় করার জন্য নারীদের প্রতি আহ্বান জানান’।
তিনি আরও বলেন, ‘প্রত্যেক ধর্মই নারীদের মর্যাদাকে সুমহান করেছে। ধর্ম অদম্য নারীদের অগ্রযাত্রার পথে বাঁধা নয়। ধর্মের দোহাই দিয়ে নারীর এগিয়ে যাওয়া কেউ রুখতে পারবে না’
মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপপুলিশ কমিশনার রুনা লায়লা। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এবছর বরিশাল বিভাগের পাঁচজনকে পাঁচ ক্যাটেগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে নুসরাত জাহান, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে সুমা আক্তার, সফল জননী ক্যাটাগরিতে পারুল বেগম, নির্যাতনের বিভীষিকা উপেক্ষা করে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরিতে রিফা খানম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাতে উম্মে সুমাইয়াকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।


