
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী একটি ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কীর্তনখোলা নদীর চাঁদমারি এলাকায় যমুনা অয়েল ডিপোতে নোঙর করা ট্রলারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা অয়েল ডিপো থেকে এমএল রাশিদা-রাহিমা ট্রলারটিতে পিপায় করে জ্বালানি তেল লোড করা হচ্ছিল। ট্রলারটিতে মুরগির ফিডও ছিলো। এ সময় হঠাৎ করেই ট্রলারের ইঞ্জিন রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ট্রলার।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ট্রলারে থাকা ৬ জনের মধ্যে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মেডিকেলের দায়িত্বরত চিকিৎসকরা জানায়, দগ্ধ ৪ জনের ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে।