ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন : লিংকন সভাপতি-সম্পাদক রিয়াজ

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন : লিংকন সভাপতি-সম্পাদক রিয়াজ।

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়। নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান বাচ্চু সাংবাদিকদের  বলেন, ১০২১ জন ভোটারের মধ্য ৬৫৬ জন ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার মধ্যে ভোট গণনা শেষ হবে। রাত ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪০০ ভোট গণণা করা হয়েছে। এতে সভাপতি পদে এসএম সাদিকুর রহমান লিংকন ২১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মজিবুর রহমান নান্টু পেয়েছেন ১৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মীর্জা মোহাম্মদ রিয়াজ হোসেন পেয়েছেন ২৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন মাসুম পেয়েছে ৮১ ভোট। এছাড়াও অর্থ সম্পাদক আব্দুল মালেক পেয়েছেন ২৮৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফরিদ উদ্দিন পেয়েছেন ১০৮ ভোট। প্রাপ্ত ফলাফলে বিজয়ের পথে এগিয়ে রয়েছেন সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ রিয়াজ হোসেন ও অর্থ সম্পাদক আবদুল মালেক।

 

সকাল সাড়ে ৯টায় ভোট দিতে এসেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জয়নুল আবেদীন, আইনজীবী আলী আজগর ফকির, বিলকিস জাহান শিরিনসহ আরো অনেকে। আইনজীবীরা জানান, এরআগে আমরা কখনো ভোট দিতে পারিনি। আওয়ামী লীগের লোকজন তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নিজেরাই সিল মেরেছিল। এই প্রথমবার নিজের ইচ্ছামতো ভোট দিতে পেরে আমরা আনন্দিত। একাধিক আইনজীবী বলেন, আমাদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে যাওয়া হয়েছিল। তাদের ইচ্ছামত ভোট দিয়ে আমাদের ভোট কেন্দ্র ত্যাগ করতে বাধ্য করা হয়।
এবারের আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত অংশগ্রহণ করলেও আওয়ামী আইনজীবী পরিষদ অংশ নেয়নি। বিএনপির এক নেতা বলেন, গত ১৭ বছরে যে কয়বার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ পরাজিত হবে জেনে এবার নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমাদের মাঝে কোন বৈষম্য নেই। যারাই ভোট দিতে এসেছেন তারা তাদের ইচ্ছামত এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।